আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটে বিজয় হয়েছেন কে,এম, মঞ্জিলুর রহমান।
Spread the love

২১ মে ২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় তিনটি পদে ১৬ জন প্রার্থীদের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) ১টি পৌরসভা ১৫টি ইউনিয়নে ১১৮টি ভোট কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ সম্পূর্ণ হয়। কেন্দ্রে সকাল থেকে ভোটের কিছু জায়গায়
উপস্থিত কম থাকলো দুপুর পর কিছুটা ভোটের উপস্থিতি বৃদ্ধি হয়। আবার কিছু কেন্দ্রে দুপুরের পর কেন্দ্র ছিল অনেকটা ফাঁকা।

কিন্তু নারী ভোটার ছিল দেখারমত। সন্ধ্যা সাতটার পরে বেসরকারি ভোটের ফলাফল নেয়ার জন্য উপজেলার চত্বরে আসতে থাকে বিজয়ের প্রার্থীর নেতাকর্মীরা ১১৮ টি কেন্দ্রে মোটরসাইকেল প্রতীক নিয়ে ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে, এম, মঞ্জিলুর রহমান। সন্ধ্যার ৭ টার দিকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা স্নিগ্ধা দাস।

আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা হলেন মোঃ কে, এম, মঞ্জিলুর রহমান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোটরসাইকেল মার্কাই মোট ৪০,২৮০ ভোট পেয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জিল্লুর রহমান,থেকে ১৩,৯৯৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে প্রথম হয়েছেন।

এবং মোঃ জিল্লুর রহমান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া মার্কা নিয়ে ২৬,২৮৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইয়ুব হোসেন, দোয়াত-কলন মার্কা নিয়ে ৬,৩০৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। মোঃ নূরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ মার্কা নিয়ে ৩,০১৪ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। মোঃ মোমিন চৌধুরী (ডাবু) আনারস মার্কা নিয়ে ২,১০৭ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন। মোট চেয়ারম্যান পদে ভোট পোল হয়েছে ৭৭,৯৯৪ টি

ভাইস চেয়ারম্যান প্রার্থী মাসুম বিল্লাহ, মাইক মার্কা নিয়ে ১৭,৩৩৫ভোট পেয়ে বিজয় হয়েছেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ হাসিব খান, তালা মার্কা নিয়ে ১৫,৮৬০ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
মোঃ মিজানুর রহমান, চশমা মার্কায় ১১,৬৫৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
মোঃ মকলেছুর রহমান, টিউবওয়েল মার্কা নিয়ে ১০,৭৮৪ভোট পেয়ে চতুর্থ হয়েছেন
কবি মামুন খন্দকার বই মার্কা নিয়ে ৮,৭০৪ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।
মোঃ আজিজুল হক, টিয়া পাখি নিয়ে ৬,১০৯ ভোট, মোঃ সোহেল রানা (শাহীন) পালকি মার্কার নিয়ে ২,৭৩৩ ভোট,আজিজুল হক,উড়োজাহাজ মার্কা নিয়ে ১,৭৭৬ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পোল হয়েছে ৭৪,৯৫৪টি

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ মনিরা খাতুন কলস মার্কা নিয়ে ২৭,৭৬৪ভোট পেয়ে বিজয় হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, কাজী মারজাহান নিতু হাঁস মার্কা নিয়ে ২৪,৭৩০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
মোছাঃ কাজল রেখা ফুটবল মার্কা নিয়ে ২১,৯০৩ ভোট পেয়েছেন। মোট
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট পোল হয়েছে ৭৪,৯৫৪টি

এই উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯৫ হাজার ২০২ জন।
উক্ত ভোটের শেষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা স্নিগ্ধা দাস,
জানান প্রতিটি ইউনিয়ন এ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল দিচ্ছেন। এবং সুষ্ঠ পরিবেশে আলমডাঙ্গা উপজেলার নির্বাচন সমাপ্তি ঘটে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31