
চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: আলমগীর হোসেন সিদ্দিকী , ভাইস চেয়ারম্যান কাজী আজমীর আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা মল্লিক নির্বাচিত।
বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগ সভাপতি(সাবেক) আবু জাফর মো: আলমগীর হোসেন । তাঁর প্রদত্ত ভোট: ৩৬১১১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মটর সাইকেল প্রতীকে বাবু অশোক কুমার বড়াল পেয়েছেন ২৭৮৯৭ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন কাজী আজমীর আলী । তাঁর প্রদত্ত ভোট ৩৩৪৩৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী তালা প্রতীক নিয়ে এস.এম মাহাতাবুজ্জামান পেয়েছেন ২৭৬৯৭ ভোট। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জনাব সুলতানা মল্লিক । তাঁর প্রদত্ত ভোট ৩৫৬২৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী হাস প্রতীক নিয়ে চারুলতা বালা হীরা পেয়েছেন ১৬৯৭৭ ভোট মঙ্গলবার ( ২১ মে) রাতে চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে এদিন শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।










