সালথা উপজেলা পরিষদ নির্বাচনে ওয়াদুদ মাতুব্বর, মুকুল হোসেন ও মোরশেদা খানম নির্বাচিত
Spread the love

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ফরিদপুরের সালথায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই ভোটগ্রহণ। ভোট গননা শেষে রাতে বেসরকারিভাবে ইতোমধ্যে ফলাফল ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালি। সালথা উপজেলায় মোট কেন্দ্র ৫০টি, মোট ভোটার ১ লক্ষ ৪২ হাজার ১শ ৪৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৪শ ৪৪ ও মহিলা ভোটার ৬৭ হাজার ৭শ ৪ জন।

উপজেলায় নির্বাচন অফিস সুত্রে জানা যায়, বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ওয়াদুদ মাতুব্বর, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ শওকত হোসেন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ মোরশেদা খানম নির্বাচিত হয়েছেন ।

উপজেলা চেয়ারম্যান পদে মোঃ ওয়াদুদ মাতুব্বর আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৭৪৭ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোঃ ওয়াহিদুজ্জামান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৩৬৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ শওকত হোসেন মুকুল টিউবওয়েল প্রতীকে ১৬৪১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আছাদ মাতুব্বর (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ১২০৮৪ ভোট। মোঃ বাদল হোসেন তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১০৩৬৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোর্শেদা খানম ফুটবল প্রতীক নিয়ে ১৫৫৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ শিরি বেগম কলস প্রতীকে পেয়েছেন ১২৫৫৩ ভোট। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালি বলেন, উপজেলার ৫০ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31