
আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে সখীপুরের মানুষকে ভালোবাসা -উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ সাঈদ আজাদ।
“আগামী সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আমি যদি নির্বাচিত হতে পারি, টাঙ্গাইল০৮,সখীপুর-বাসাইল এর জননন্দিত সংসদ সদস্য,অনুপম শাহাজাহান জয় এমপি’র সাথে সমন্বয় করে আগামীর সখীপুর গড়ার জন্য আমি আত্মনিয়োগ করব”আমি আপনাদের পাশে থাকতে চাই,আপনারা আমার পাশে থাকবেন,আমাকে আপনারা সহযোগিতা করবেন।
সখীপুরের সর্বস্তরের জনগণের কাছে বিনয়ের সাথে আমি অনুরোধ করতে চাই, আপনারা বিচার বিশ্লেষণ করে আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমার পাশে থাকবেন,আমার জন্য দোয়া করবেন,আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করেন।সখীপুরের সর্বস্তরের জনগণের ভালোবাসা নিয়ে আমি নির্বাচিত হতে চাই,সখীপুরের সকল মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আমি নিজেকে উৎসর্গ করতে চাই। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমি নির্বাচনে এসেছি, আমি আপনাদের কথা দিচ্ছি,আমি যদি নির্বাচিত হতে পারি, আমি আমার সততা,আমার নিষ্ঠা দিয়ে আমি এই উপজেলা চেয়ারম্যান হিসেবে ৫ বছর আমি আপনাদের সেবা করতে চাই। সেই সুযোগটি শুধু আমাকে দেবেন।










