নওগাঁ সদর উপজেলাধীন কিসমত কসবা গ্রামের আঃ রাজ্জাক বাবুর স্ত্রী মোছাঃসোনিয়াকে হুইলচেয়ার দিল স্বেসাসেবী সংগঠন হেল্প লাইন হ্যালো নওগাঁ।
এ সংগঠনের মনির হোসেন বলেন, সংগঠন থেকে পোস্টটি দেয়া হয়েছিলো সহযোগিতা করতে। আজ তার জন্য পঙ্গু হাসপাতাল, ঢাকা থেকে রোগীর জন্য একটি হুইল চেয়ার ক্রয় করা হয়েছে এই কাজে যারা সহায়তা প্রদান করছেন তাদের কাছে চির কৃতজ্ঞ। এই চেয়ারে রোগী শুয়ে থাকা, গোসল করা, খাওয়া, টয়লেট করার সুবিধা আছে। চেয়ারটি রোগীর জন্য কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পাঠানো হয়েছে নওগাঁতে। দুএকদিনের মধ্যে হস্তান্তর করা হবে।
আজ থেকে ৪ বছর আগে রোড এক্সিডেন্টে কোমরে আঘাতপ্রাপ্ত হয়ে বিছানাগত এখনও। গত ৪ বছর বাহিরের আলো-বাতাসহীন ভাবে জীবন অতিবাহিত করছে। বিছানায় রোগীর খাবার থেকে শুরু করে টয়লেট এমনকি গোছলও।এ অবস্থায় তার পরিবারটি বড়ই অসহায় এভাবে সেবা দিতে। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে সহযোগীতা করলাম। এছাড়াও সংগঠনটি সবসময় আত্ম মানবতার জন্য কাজ করে বলে জানান তিনি।অপরদিকে অসুস্থ পরিবার সহযোগীতা পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞ।