সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন সু-পরিচিত জাউয়া বাজারে ডা. রইছ মিয়া মার্কেটের ২য় তলায় শুভ উদ্বোধন হলো জুহি ডিজিটাল সাইন ইন্টারন্যাশনাল।
জাউয়া বাজারে এই সর্ব প্রথম ডিজিটাল সাইন মেশিন এর উদ্দোক্তা হলেন মিছবাহ উদ্দিন। উদ্দোক্তা মিছবাহ উদ্দিনের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবে আজ পরিপূর্ণ হলো। আইসিটি জ্ঞান কাজে লাগিয়ে তিনি প্রথম জুহি কম্পিউটার এন্ড অনলাইন পয়েন্ট নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘ দিন ধরে সুনামের সহিত পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় তিনি ডিজিটাল সাইন এর উদ্যোগ নেন। জাউয়া বাজারে জুহি ডিজিটাল সাইন ইন্টারন্যাশনাল ব্যবসায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার মানুষের কষ্ট লাঘব হয়েছে। কেননা মানুষ এখন আর সিলেটে না গিয়েই জাউয়া বাজারেই মুহুর্তের মধ্যেই ডিজিটাল ব্যানার, স্টিকার,হানিকম্ব,ফ্লেক্স,সাইনবোর্ড,দাতা বোর্ড সহ সব ধরনের ডিজিটাল সাইন সেবা পাবেন। মিছবাহ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী'র প্রধান শিক্ষক কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাউয়া বাজার কলেজের প্রভাষক গৌছুল হক নাঈম, জনতা উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক বাছিতুর রহমান শান্ত,সিনিয়র শিক্ষক আলী হোসেন,সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন। উপস্থিত ছিলেন সাজন টেলিকমের সত্ত্বাধিকারী জুবেদ আলী, তানিশা স্পোর্টস এর সত্ত্বাধিকারী মাহমদ আলী, টি আর টেলিকমের সত্ত্বাধিকারী নিজাম উদ্দিন, শফিকুল ইসলাম,মো: নাজিম উদ্দিন, মিনহাজ,মিফতাহ,রফিকুল ইসলাম,আব্দুস সালাম, আল আমিন মির্জা সহ আরও প্রমূখ।