আগামী ২১(মঙ্গলবার) তারিখ চাটখিল উপজেলা ২০২৪ নির্বাচন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারনা ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন আনারস প্রতীকে চাটখিল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জেড,এম আজাদ খান।
তারই ধারাবাহিকতায় গত ১৩,১৪,১৫ মে তিনদিন চাটখিল উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা ও কেন্দ্র কমিটি গঠন করেন। ওয়ার্ড সমুহ হচ্ছে ১নং শাহাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পুরুষোত্তমপুর,ও ৩নং ওয়ার্ড মমিনপুর দাখিল মাদ্রাসা, ৪নং বদলকোট ইউনিয়নের ৪নং ওয়ার্ড সপ্ত গাঁ,৫নং মোঃপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ফাওড়া হরিপুর ও ৫নং ওয়ার্ড নোয়াপাড়া,সহ আরও বিভিন্ন জায়গায় নির্বাচনী সভা ও কেন্দ্র কমিটি গঠন করেন। এ সময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উক্ত ওয়ার্ডের আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সকল পর্যায়ের নেতাকর্মীগন। আজাদ খান তার বক্তব্যে বলেন আপনারা যদি ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের কে কথা দিচ্ছি আমি চাটখিল উপজেলাকে কর্ম সংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে বেকার মুক্ত একটি সমৃদ্ধশালী উপজেলায় রূপান্তর করব ইনশাল্লাহ, তিনি আরও বলেন আমি আধুনিক যন্ত্র পাতি ধারা চাটখিলের কৃষি খাত কে করে তুলব আরও উন্নত ও লাভজনক। পরিশেষে তিনি বলেন আপনারা আমাকে জাল ভোট দিবেন না এবং জাল অন্যদের কেও দিতে দিবেন না।