
১৬ মে বৃহঃপতিবার গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ জন সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সদর উপজেলা পরিষদ চত্বরে হুইল চেয়ার বিতরণ করা হয়।সুবিধাবঞ্চিতরাও মানুষ এই ধারাবাহিকতায় হুইল চেয়ার বিতরণ করা হয়।সুবিধাবঞ্চিতদের মাঝে কেউবা জন্ম থেকেই অন্ধ, কেউবা জন্মগতভাবেই পারেনা হাঁটতে। তাইতো বিতরণকৃত হুইল চেয়ার সুবিধাবঞ্চিত ও শারীরিকভাবে অক্ষম মানুষের দৈনন্দিন চলাফেরা ও কর্মকান্ডে গতির সঞ্চার ও সমৃদ্ধি আনবে এর পাশাপাশি তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে। হুইল চেয়ার বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলার জেলা প্রশাসক জনাব,কাজী নাহিদ রসুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা,টিভি চ্যানেলের সাংবাদিক সহ অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সুবিধাবঞ্চিত জোসনা খাতুনের মায়ের কাছ থেকে হুইল চেয়ার পাওয়ার বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমার মেয়ে জন্মগতভাবেই অন্ধ।দুই চোখ দিয়ে সে কিছুই দেখতে পারেনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কষ্ট করে তাকে চলাফেরা করাতে হয়। আজ আমি আমার মেয়ের জন্য একটি হুইলচেয়ার উপহার পেয়ে অনেক খুশি হয়েছি এর পাশাপাশি আমার মেয়ের মুখেও হাসি ফুটেছে। সরকার যেভাবে মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানেরও উচিৎ দেশের এই সকল অসহায় মানুষের পাশে দাড়ানো। যাতে করে আর্থিক ও সামাজিকভাবে এই মানুষগুলো এগিয়ে যেতে পারে। তাইতো সুবিধা বঞ্চিত মানুষগুলোর পরিবারের সদস্যদের আহ্বান সরকার যেভাবে আমাদের ছেলে মেয়েদের স্বাভাবিক জীবন যাপনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এমন ধারা যেন আজীবন অব্যাহত থাকে।তাহলে সুবিধা বঞ্চিত মানুষগুলোর জীবন একটু হলেও সুখময় হবে।










