
এসএসসি পরীক্ষা -২০২৪ এ সপ্তবর্ণ মডেল স্কুলের শিক্ষার্থী শাহজাদপুর উপজেলার মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান সহ ১৮০ জিপিএ ৫ অর্জন করায় সংবর্ধনা প্রদান করেছে স্কুল কর্তৃপক্ষ। এ বছর শাহজাদপুরের মধ্যে অন্যতম আলোচিত বিদ্যাপীঠ সপ্তবর্ণ মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২০০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৮০ জন শিক্ষার্থী জিপি ৫ এবং ২০ জন এ গ্রেড অর্জন করায় সপ্তবর্ণ মডেল স্কুলের পক্ষ থেকে এসএসসির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফুলের মালা পরিয়ে এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন, অত্র স্কুলের পরিচালকমন্ডলীরা । এসময় কৃতি শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।