সাভারের বিরুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে নারী, ধারালো অস্ত্র ও মাদকসহ স্থানীয় যুবলীগের সভাপতি আব্দুল হামিদকে ৩শ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
এ সময় শীর্ষ মাদক কারবারি স্বপন পালিয়ে গেলেও তার স্ত্রীকে ইয়াবাসহ আটক করে পুলিশ। সোমবার (১৩ মে) বিকেলে খনিজনগর এলাকায় স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত হামিদ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি । ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, বিরুলিয়ায় নারী নিয়ে অবৈধ কাজ করছিলেন আব্দুল হামিদ। খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে এক নারী দেহ ব্যবসায়ীসহ আটক করা হয় আব্দুল হামিদকে। এ সময় সেখান থেকে ৩শ পিছ ইয়াবা, মদ, ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আব্দুল হামিদের সহকারী স্বপনের বাসায়ও ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। সেখান থেকেও ইয়াবা উদ্ধার করা হয়েছে।এদিকে, স্থানীয় সূত্র জানায়, আব্দুল হামিদ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি বিভিন্ন সময় বাইরে থেকে নারী ভাড়া করে এনে অনৈতিক কাজ করেন। প্রায় সময়ই মদের ও ইয়াবার আসর বসান। হামিদ প্রভাবশালী হওয়ায় তার এসব কাজের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি।এব্যাপারে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জি এস মিজান বলেন, এখনো আমরা জানা নেই। এরকম কারো বিরুদ্ধে মাদকের অভিযোগ আসলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।