
২ই মে, ২০২৪ ইং রবিবার, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার এর সন্তান সাংবাদিক মোঃ শামিমুল ইসলাম শামিম এর বিরুদ্ধে মানববন্ধন করেছে একই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়।ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় সামনে এ মানববন্ধন সংঘটিত হয় এবং মানববন্ধনে অংশগ্রহনকারীরা ডিসি কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

লিখিত অভিযোগে বন্ধনের অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুর গ্রামের আদিবাসি পাড়ায় আমরা প্রায় ৫০টি পরিবার বসবাস করি। মো: শামিমুল ইসলাম শামিম এর চাদাবাজি ও জমি দখলের জন্য প্রতিটি পরিবার আজ অসহায় ও মানবেতর জীবনযাপন করছে। আমরা ক্ষুদ্র আদিবাসি সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত হওয়ায় শামিমুল ইসলাম শামিম আমাদেরকে এদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাবার জন্য চাপ প্রয়োগসহ হুমকি প্রদান করে আসছে।
মানববন্ধনে উপস্থিত গনেশ সদ্দার, বলেন আমি সাংবাদিক শামিম এর নিকট হতে ১,৫০,০০০/- পরিশোধ করে ৩ শতক জমি ক্রয় করে বসতভিটা তৈরি করে দীর্ঘ দিন ধরে বসবাস করছি, কিন্তু বার বার তাগাদা দেয়া সত্বেও শামিমুল ইসলাম শামিম আমার জমি রেজিস্ট্রেশন করে দিচ্ছেন না। জমি রেজিস্ট্রেশন করে দেবার কথা বললে বিভিন্ন ধরনের হুমকি প্রদানসহ আমি এবং আমার স্ত্রী কে একাধিকবার মারপিট করেছে।
মৃত বিশ্ব নাথ সদ্দার এর ছেলে খোকন সদ্দার ও অমল সদ্দার বলেন শামিমুল ইসলাম শামিম এর প্রতিবেশী। আমরা দুই ভাই দিন মজুরী করে জীবিকা ধারন করি। কিছুদিন আগে আমাদের পৈত্রীক জমি বিক্রয়ের সময় মো: শামিমুল ইসলাম শামিম আমাদের নিকট চাদা দাবী করেন।
মানববন্ধনকারীদের লিখিত অভিযোগ থেকে জানা যায়,মো: শামিমুল ইসলাম শামিম আদিবাসি সংখ্যালঘু ট্যাঙ্গরা বিশ্বাস এর নিকট জমি বিক্রয় করেন। পরবর্তীতে ট্যাঙ্গরা বিশ্বাস জমি রেজিস্ট্রেশনের পূর্বেই মারা গেলে উক্ত জমি দখল করে নিয়েছে। ট্যাঙ্গরা বিশ্বাস এর বিধবা স্ত্রী পূত্র কন্যা সহ বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।
ইতিপূর্বে মো: শামিমুল ইসলাম শামিম প্রবীর সদ্দার, শ্যামল সদ্দার ও দূর্গা রানী সহ আরো অনেকের বিরুদ্ধে থানা পুলিশের নিকট মাদক ব্যবসায়ী এই মর্মে মিথ্যা অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা খুজে পায়নি।
এছাড়া দূর্গা রানী সৰ্দ্দার,শ্যামল সদ্দার সহ অনেকেই অভিযোগ দাখিল করেছেন।অভিযোগকারীরা সাংবাদিক শামীম কে ভূমিদস্য আখ্যায়িত করেন এবং তার হাত থেকে আশু মুক্তি চান।










