মানবতাবাদী ফেসবুক গ্রুপ মুচকি হাসি পরিবারের পক্ষ হতে একটি গীতা স্কুলে শিক্ষা সামগ্রী এবং একজন অসহায় নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।
গত ১২/০৫/২০২৪ইং তারিখে মানবতাবাদী ফেসবুক গ্রুপ মুচকি হাসি পরিবারের পক্ষ থেকে চকরিয়া উপজেলার, কাকারা সুরাজপুর শর্মাপাড়া 'রাধামাধব গীতা শিক্ষা নিকেতন' এর গীতা শিক্ষার্থীদের সহজে গীতা শিক্ষা দেওয়ার জন্য ২৫ টি গীতা এবং সপ্তাহিক নগর কীর্তন করার জন্য ৩০টি গেঞ্জি প্রদান করা হয়। এবং সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এর প্রয়াত স্বেচ্ছাসেবক স্বর্গীয় সুজন কুমার দাশ এর সহধর্মিণী শ্রীমতি রিংকু দাশ সেলাই কাজ করেন। তাই উনার সেলাই কাজ টা চলমান রাখার জন্য এবং উনার পরিবার চালানোর ক্ষেত্রে উনাকে ১ টি সেলাই মেশিন ও উনার মেয়ের স্কুল বেতন বাবদ ২ মাসের ফ্রি মুচকি হাসি পরিবারের পক্ষ থেকে উপহার স্বরূপ দেওয়া হয়। এই উক্ত মানবিক কাজে উপস্থিত ছিলেন, মানবতাবাদী ফেসবুক গ্রুপের মডারেটর সাজু বিশ্বাস, সাজু রুদ্র, শিপন দে সহ মুচকি হাসি গ্রুপের আরো অনেক সদস্য।
উক্ত কাজের শেষে মুচকি হাসি গ্রুপের মডারেটর গণ জানান, আমরা চাই আমাদের সকল মন্দির ও উপাসনালয় গুলোতে যেনো সবাই শান্তি তে ও ভালো ভাবে উপাসনা করতে পারে, এবং আমাদের সমাজে যে সকল সনাতনী অবহেলিত আমরা তাদের পাশে থাকতে চাই সর্বদা। মুচকি হাসি(ভালোবাসার ও মানবতার একটি সনাতনী ঐক্য পরিবার )