কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে নিজ শেড থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ১৩ মে২০২৪ইং ভোর ৪টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪এর এক্সটেনশনের,এনজিও সংস্থা, হ্যান্ডিক্যাপ এর অফিসের পেছনে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রোহিঙ্গা মো. ইলিয়াস (৪৩) উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৪, সি/৩ ব্লকের আবুল কাশেমের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের সি-৩ ব্লকে অবস্থিত ভিকটিমের নিজ শেডের অজ্ঞাতনামা ১০-১৫ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ইলিয়াসকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায়। পরে তার শেড সংলগ্ন,এনজিও সংস্থা, হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে তাকে গুলি করে হত্যা করা হয়।
https://youtu.be/z9Hx_iMRbPQ
ওসি আরও জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশেরএকটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন। ওসি,বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও উল্লেখ করেন।।।