মাগুরায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য বিশ্ব নন্দিত ক্রিকেটার অল রাউন্ডার সাকিব আল হাসান।
সোমবার ১৩ মে দুপুরে তিনি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের নরসিংহাটি গ্রামে এই কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন। সাকিব আল হাসান তার বক্তব্যে বলেন, "এ ক্লিনিকের মাধ্যমে আপনাদের এই এলাকার মানুষের উন্নয়ন ঘটবে এবং যারা অসুস্থ হবেন তারা চিকিৎসা সেবা পাবেন।"
এ সময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো শামীম কবির, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, জেলা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রকৌশলী শাহাবুল হোসেন , মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজাল হোসেন সহ অন্যান্যরা।