
মাগুরার শালিখায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে ২য় দফায় মাগুরা জেলার মোহাম্মদপুর ও শালিখা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, আগামী ২১ মে মঙ্গলবার। এ উপলক্ষে সোমবার ১২ মে শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মাগুরা এর পক্ষে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন,”আসন্ন ২১মে,২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠ,শান্তিপূর্ণ ও অংশগ্রহণ মূলক করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তাই সকলকেই সৎ ও কর্তব্যনিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।”










