
গাইবান্ধা শহর থেকে বের হলে জ্যামের মুখে পড়তে হয় অটোচালকদের ও সাধারণ যাত্রীদের এতে করে নানান দুর্ভোগে পড়েন।
এমনকি কোন অসুস্থ গর্ভবতী মাকে সদর হাসপাতালে নিয়ে যেতে ধরলে অনেক সমস্যার মুখে পড়তে হয় ঠিকমতো আইনশৃঙ্খলা বাহিনী দেখা যায় না, ও অটোচালকদের দাবি ব্রিজের পাশে বাইপাস রাস্তা করলে তাদের সুবিধা হবে। এবং জ্যাম থেকে রক্ষা পাওয়া যাবে, সাধারণ যাত্রীরা বলেন আমরা দীর্ঘ কয়েক বছর থেকে শুনে যাচ্ছি এই ব্রিজের পাশে রাস্তা হবে কিন্তু সেটা কখনো সম্ভব হয়নি, আরো বলেন কোন বিপদে পরলে সময় মত কোন নিরাপত্তা বাহিনীকে দেখতে পাই না সময় ছাড়া অসময়ে আসেন তারা। বিস্তারিত থাকছে ভিডিওতে।
ভিউ: ২০৮










