
পিরোজপুর কাউখালী উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জেলা প্রশাসকের উপস্থিতিতে উদ্বুদ্ধকরণ সভা।
অদ্য ১১মে(শনিবার) বৈকাল ৫ ঘটিকার সময় কাউখালী উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে, উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দের সাথে বেসরকারি চাকরিজীবী (প্রগতি) সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধ করনে সভায় আলোচনা করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহেদুর রহমান জেলা প্রশাসক পিরোজপুর, বিশেষ অতিথি সুদীপ্ত দেবনাথ উপজেলা ভূমি কমিশনার, অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান ও বাজার কমিটির সদস্যবৃন্দ সুধীসমাজ। বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সরকার একজন মানুষের বৃদ্ধাঅবস্থায় স্বাভাবিক জীবন যাপনের জন্য এককালীন পেনশন স্কিমের উদ্যোগ গ্রহণ করেছেন। উক্ত স্কীম সকলের জন্য একটি আয়কর মুক্ত ১৮-৫০ বছর, ন্যূনতম ১০ বছর মাসিক,ত্রৈমাসিক ও বার্ষিক সোনালী ব্যাংক,অনলাইন ব্যাংকিং, ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে জমা দিতে পারবেন। তিনি সরকারের এই উদ্যোগকে আস্থা ও বিশ্বাসের সহিত সকলের সহযোগিতা কামনা করেন।










