প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডে বিপুল ভোটে জয়ী হয়েছেন চেয়ারম্যান পদে মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী (রাজু) বিজয়ী হয়েছেন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে গোলাম মহিউদ্দিন এবং সংরক্ষিত আসনে শাহীনুর আক্তার বিউটি বিজয়ী হয়েছেন। সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা এই ফলাফল নিশ্চিত করেছেন।
বুধবার (৮ মে) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জসিম উদ্দিন জানান, ৯২টি কেন্দ্রে চেয়ারম্যান পদে (আনারস) প্রতীকে আরিফুল আলম চৌধুরী রাজু পেয়েছেন ৫৯ হাজার ৭৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মহিউদ্দিন আহমেদ মঞ্জু (দোয়াত-কলম) প্রতীকে ১১ হাজার ১৮৬ ভোট পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান (সাধারণ) পদে মো. গোলাম মহিউদ্দিন (উড়োজাহাজ) প্রতীকে ৫৮ হাজার ২০ ভোট পেয়ে বিজয়ী। (টিউবওয়েল) প্রতীকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. জালাল আহমেদ পেয়েছেন ১১ হাজার ২৩০ ভোট। ৫৪ হাজার ৭৯২ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে শাহীনুর আক্তার বিউটি বিজয়ী হয়েছেন। (হাঁস প্রতীকে) ৮ হাজার ৮০৯ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন শামীমা আক্তার লাভলী। (ফুটবল) প্রতীকে ৫ হাজার ৬৩৭ ভোট পেয়েছেন হামিদা আক্তার।
সীতাকুণ্ডে মোট ভোটার সংখ্যা ৩২০১৯৩। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ৩৮৩ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫০ হাজার ৭০৯ ও তৃতীয় লিঙ্গের একজন ভোটা রয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯২ ও বুথ রয়েছে ৬৮৭।