
কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের মোঃশিবলী নোমানী বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ৪২ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মোঃ মতিয়ার রহমান (মতি)পেয়েছেন ৫ হাজার ৫৭২ ভোট। এদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উড়োজাহাজ প্রতীকের মোঃ শফিকুজ্জামান (রাসেল) বিজয়ী হয়েছেন।তিনি পেয়েছেন ২৯ হাজার ১৪৩ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকের মোঃআনিচুর রহমান (মিঠু মালিথা) পেয়েছেন ১৫ হাজার ৯৩২ ভোট।এছাড়া ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে হাঁস প্রতীকের শাহনাজ পারভীন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৫ হাজার ৬৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতিকের তিথী রানী পেয়েছেন ২৩ হাজার ৯৭৭ ভোট। বিজয়ী তিন প্রার্থীই শহরের আড়পাড়া এলাকার বাসিন্দা। তারা পৌরসভার ৭নং ওয়ার্ডের ভোটার। বিজয়ী তিন প্রার্থী হলফনামায় এই ঠিকানা উল্লেখ করেছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রশিদুল আলম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।










