০৮/৫/২০২৪ ইং রোজ বুধবার মহেড়া ইউনিয়নের হিলড়া একটাকা বাজারে ও আদাবাড়ি বাজারে গনসংযোগ করেন মো:শওকত মিয়া।
৫ জুন আসন্ন মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি এ দু’টি উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ লোকজনের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ারমতো। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া,সঞ্চালনায় ছিলেন মহেরা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার শাহ আলম মিয়াআরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা মীর পায়েল,মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহব্বায়ক বিপ্লব হোসেন,গোড়াই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য লিটন মেম্বার,আদাবাড়ি গ্রামের আওয়ামীলীগের নেতা আহম্মদ আলী সহ শওকত মিয়ার অন্যান্য সফর সঙ্গীরা এ সময় বক্তব্য রাখেন ।ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মোঃ শওকত মিয়া তার বক্তব্যে বলেন আমি আপনাদের বাড়ির মানুষ ঘরের মানুষ প্রত্যেক লোকজন একজন করে শওকত হয়ে আমার জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করবেন এই আশা রাখি । আমি সাধারণ মানুষের পাশে পূর্বেও ছিলাম,নির্বাচিত হলেও আপনাদের পাশে থাকব।আমি নেতা নই,বরং জনগণের সেবক হতে চাই।সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করে যেতে চাই।এজন্য দোয়া ও সমর্থন চাইতে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি নির্বাচিত হলে মির্জাপুর উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে সদাসচেষ্ট থাকব। সব সময় সাধারণ মানুষের কষ্ট দুর্ভোগ দূর করতে কাজ করে যাব ইনশাআল্লাহ।এসময় তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক অসুস্থ থাকায় ওনার জন্য সকলের কাছে দোয়া চান।