
মোঃ মনিরুল ইসলাম খান, ময়মনসিংহ প্রতিনিধি: গৌরীপুরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ বিতরণ করে গৌরীপুর উপজেলা প্রশাসন।
উপজেলা কৃষি ও পুর্নবাসন বাস্তবায়ন কমিটি গৌরীপুর ময়মনসিংহের আয়োজনে, উপজেলা প্রাঙ্গনের সামনে ২ জন কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। গৌরীপুরের মাননীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি এমপি মহোদয়, গৌরীপুরের দুই কৃষক মোঃ আজহারুল ইসলাম ও মোঃ আব্দুল মতিন ফকিরের হাতে হারভেস্টার মেশিন তুলে দেন।আধুনিক ধান কাটার মেশিন পাওয়া কৃষক মোঃ আজহারুল ইসলাম ভাংনামারি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃষক। তার নামে বরাদ্দকৃত হারভেস্টারের মূল্য ৩৬ লক্ষ টাকা। ১৬ লক্ষ ২০ হাজার টাকা ভর্তুকিতে, ১৯ লক্ষ ৮০ টাকায় এই আধুনিক ধান কাটার মেশিনটি ক্রয় করেন আজহারুল। এছাড়া কৃষক মোঃ আব্দুল মতিন ফকির বোকাইনগর ইউনিয়নের স্বল্প বড়বাদ গ্রামের সন্তান। ৩৩ লক্ষ টাকা মূল্যের আধুনিক ধান কাটার মেশিনটি ১৪ লক্ষ ৭০ হাজার সরকারি ভর্তুকিতে ১৮ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যে ক্রয় করে। উভয়েই ৫ লক্ষ টাকা নগদ জমা দেন। বাকি টাকা ১৮ মাসের মধ্যে জমা দিতে হবে৷ এসময় আরো উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ, উপজেলা কৃষি অফিসার, মোঃ মিজানুর রহমান রতন, এ এসএম দেলোয়ার হোসেন, শাকিল মাহমুদ, শাহীন আহমেদ শামীমসহ, সাংবাদিকবৃন্দ।










