বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন।চলছে ভোট গনণা কার্যক্রম।
বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২০৫৮১এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫৯৪৫৫ এবং নারী ভোটার সংখ্যা ৬১১২৬ জন।সদর উপজেলাধীন ১০টি ইউনিয়ন ভোটারদের মধ্যে জরিপ চালিয়ে যে তথ্যটি পাওয়া গেছে তা হল এসএম জাকির মোটরসাইকেল প্রতীক এবং খান মামুন আনারস প্রতীক এই ২জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।উল্লেখ্য চেয়ারম্যান পদে মাঠে লড়াই করছেন ৫জন প্রার্থী যথাক্রমে মোঃ মনিরুল ইসলাম ছবি দোয়াত কলম প্রতীক, এ্যাডভোকেট মাহবুব রহমান মধু ঘোড়া প্রতীক এবং আব্দুল মালেক মাস্টার কাপ প্রিস প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে মাহাদ বই প্রতীক, জসীম উদ্দিন তালা চাবি,শাহ নেওয়াজ শাহীন উড়োজাহাজ প্রতীকে এবং ভাইস চেয়ারম্যান নারী পদে হালিমা বেগম হেপি কলস প্রতীক,নেহার বেগম হাসঁ প্রতীক ও মারিয়া আক্তার ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ৮ই মে বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় জাগুয়া ইউনিয়নে আস্তাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ভোটারদের উপচে পড়া ভিড় দেখা যায়। এছাড়া চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।তবে সবচেয়ে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। ভোটকেন্দ্রে আসা উড়োজাহাজ প্রতীক শাহ নেওয়াজ শাহীন এর স্ত্রী ও মেয়ে বলেন অত্যন্ত শান্তি পূর্ণ পরিবেশ ভোট দিতে পেরেছি। ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে আলহামদুলিল্লাহ আমরা বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী। এছাড়া আনারস প্রতীকের সমর্থক লিটন খান বলেন সুষ্ঠু নির্বাচন হচ্ছে আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কেননা খান মামুন জনগণের পাশে থেকেছে বিগত দিনে।