নলছিটি উপজেলা চেয়ারম্যান পদে প্রচারনায় এগিয়ে মোটরসাইকেল প্রতিক নিয়ে মো: সালাউদ্দিন খান সেলিম
Spread the love

জসিম সরদার রিপোর্ট ঝালকাঠি :নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে ০৩ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে (মো: সালাউদ্দিন খান সেলিম ) প্রচার প্রচারণায় ও ভোট জড়িপে বেশ এগিয়ে আছেন।

তার নাম উপজেলার সবার মুখে মুখে।তিনি চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত লড়ছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে আরো ২ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন । নির্বাচনী প্রচারণায় কেউ কেউ রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার কেউ কেউ উপজেলাকে মাদক মুক্ত ও আধুনিক করে গড়ে তোলার আশ্বাস দিচ্ছেন। এলাকাবাসী বলেন, যুবসসমাজকে ইভটিজিং,কিশোর গ্যাং ও মাদকমুক্ত করে সমাজ গড়তে হলে অবশ্যই মোঃ সালাউদ্দিন সেলিম এর বিকল্প নেই। নলছিটি উপজেলা সুবিদপুর ইউনিয়নের এক ভোটার বলেন, ৩ জন প্রার্থীর মধ্যে মো: সালাউদ্দিন খান সেলিম, একজন মানবতার ফেরিওয়ালা। আমি অসুস্থতা সালাউদিন খান সেলিম, সাহেবের সাথে বারবার দেখা করেছি, প্রতিবারই তিনি আমাকে সহযোগিতা করেছেন। সাধারণ মানুষ বলেন,মো: সালাউদ্দিন খান সেলিম এর পক্ষে যে জোয়ার তা অন্য কোনো প্রার্থীর পক্ষে দেখছি না।নলছিটি উপজেলা মোগর ইউনিয়ন এলাকার কয়েকজন বলেন,সালাউদ্দিন খান সেলিম, ভাই একজন সৎ ও নীতিবান অন্যায়ের প্রতিবাদী লোক। চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন খান সেলিম বলেন, আমি ছোটকাল থেকেই ছাত্ররাজনীতির পাশাপাশি মানুষের পাশে থেকে কাজ করার চেস্টা করছি। আপনাদের পাশে থাকার জন্যই আবারো নির্বাচনে এসেছি। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি বলেন, জনগণই আমার শক্তি। জনগণ আমাকে ভালোবাসে আমি আশাবাদী জনগণ আমাকে আগামী ২১মে তারিখ (মোটরসাইকেল ) প্রতিকে তাদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করবে ইনশআল্লাহ। উল্লেখ্য যে নলছিটি উপজেলা ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত যার ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার । এই উপজেলা দ্বিতীয় ধাপে ২১ মে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31