রাত পোহালেই কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে পৌঁছে গেছে সকল সরঞ্জামাদি।
০৭'মে মঙ্গলবার দুপুরে উপজেলা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মালামাল বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় নিয়ে যাওয়া হয় ভোটকেন্দ্রে। নির্বাচনে ৬ চেয়ারম্যান, ৬ ভাইস চেয়ারম্যান ও চার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। উপজেলায় মোট ভোটার রয়েছে এক লাখ ১৬ হাজার ৮ জন। আগামীকাল ৫০টি ভোট কেন্দ্রে ৩৪২টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।