পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে।
রাসায়নিক সার, কীটনাশকের বদলে ব্যাবহার হচ্ছে জৈব সার, উন্নত বীজ, মালচিং পেপার, ফেরোমন ট্র্যাপ, হলুদ আঠালো ফাঁদ, নেট। এইসব ব্যবহার করেও ক্ষতির মুখে পড়েছে গাইবান্ধার কৃষকেরা।কৃষি বিভাগের পরামর্শ এবং সহযোগিতায় মানবদেহের জন্য ক্ষতিকর বিষমুক্ত আবাদ সম্পর্কে কৃষক জানতে পেরে এ পদ্ধতির প্রতি আগ্রহ বাড়ছে। কিন্তু গতবারের চেয়ে এবার আবহাওয়া খারাপ থাকার কারণে জমিতে ফসল কম হয়, এতে করে বিঘায় তিন মন করে ধান কম আসে ঠিকমতো বৃষ্টি না হওয়ায় পানি না পাওয়ায় খতির মুখে পড়ে এতে করে ফসলি জমিতে, নানান সমস্যা দেখা দেয়। ভুক্তভোগী কৃষকেরা আরো বলেন, যে জমিতে বিঘায় ১৮ থেকে ২০ মন ধান হতো সে জায়গায় ১৪ থেকে ১৬ মন ধান হয়। এতে করে ক্ষতির মুখে পরেছি ও অতি তাপ দেহের কারণে ধানের ক্ষতি হয়।