
গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমিতে গড়ে উঠা প্রায় দেড়শতাধিক স্থাপনা ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা বনবিভাগ।
যার বর্তমান বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা হবে বলে জানিয়েছেন উচ্ছেদকারী কর্মকর্তারা। রবিবার দুপুরে উপজেলার পূর্ব চান্দরা রেললাইন মাটিকাটা বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রজত বিশ্বাসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক রেজাউল আলম, কালিয়াকৈর চন্দ্রা রেন্জ কর্মকর্তা মনিরুল করিম, চন্দ্রা বিট কর্মকর্তা আব্দুল মান্নান ,মৌচাক বিট কর্মকর্তা সাইফুল ইসলাম বারী, বোয়ালী বিট কর্মকর্তা ইউসুফ হোসেন, কাশিমপুর বিট কর্মকর্তা সোলাইমান হোসেন সহ প্রশাসনিক কর্মকর্তারা । এ উচ্ছেদ অভিযান দুপুর ১ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে। ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ অফিসার মনিরুল করিম জানান, দীর্ঘদিন যাবত কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বন বিট এর আওতাধীন মাটিকাটা রেললাইন বাজার এলাকায় কিছু জবরদখলকারী বন বিভাগের গাছপালা কেটে বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিলো। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল আলম জানিয়েছেন, উচ্ছেদ অভিযানে বন বিভাগের প্রায় এক একর (১০০ শতাংশ) জমি দখল মুক্ত করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা।তিনি আরো জানান,উদ্ধার হওয়া জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে গাছের চারা লাগিয়ে দেওয়া হবে।উল্লেখ্য বিভিন্ন প্রভাবশালী মহল,অবৈধভাবে, অনেক বছর ধরে, উক্ত বন বিভাগের জমিতে, দোকানপাট ও ঘরবাড়ি নির্মাণ করে, ভাড়া দিয়ে ব্যবসা করে আসছিল।এরকম অভিযান চলমান থাকবে বলেও,বনবিভাগ সুত্রে জানা গেছে।










