
তালগাছ এক পাড়ি দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এটি কবিতার একটি অংশ হলেও বাস্তবে রূপ নিয়েছি কুষ্টিয়াবাসীর জন্য কুষ্টিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তাদের রস রস খেতে আসছেন দর্শনার্থীরা তাল গাছ নামে পরিচিত কুষ্টিয়া মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রাম এ গ্রামে প্রায় তাল গাছ হয়েছে, প্রথম তালগাছ রোপন করেন হাজী দাউদ বিশ্বাস নামে একজন বিখ্যাত মানব এর ধারাবাহিকতায় গ্রামটিতে এখন ১৫শো তাল গাছ গড়ে উঠেছে কাকিলাদহ গ্রামে প্রায় একশত পরিবারের রুজি রোজগারের বিষয় হয়েছে তালের রস সূত্রে জানা যায় অনেকদিন ধরে তাদের রসের জন্য বিখ্যাত হয়ে উঠেছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রাম অনেকে পরিবার প্রিয় জনকে নিয়ে সময় কাটাতে আসেন কাকিলাদহ গ্রামে
ভিউ: ৩০৬










