খোলা আছে স্কুল,নেই ছাত্র ছাত্রী!নেই প্রধান শিক্ষক!
Spread the love

টাঙ্গাইলের সখীপুরে খোলা আছে স্কুল,উপস্থিত নেই ছাত্র ছাত্রী,নেই প্রধান শিক্ষক,পুরো স্কুলে ৯ জনকে পাঠদান করাচ্ছেন সহকারী শিক্ষকগণ।

৫ মে (রবিবার) বেলা ১১ টায় উপজেলার সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে ঘুরে দেখা যায়, স্কুলে ৬ষ্ট শ্রেণীতে একজন ছাত্রকে পাঠদান করাচ্ছেন সহকারী শিক্ষক জামাল,৭ম শ্রেনীতে ৩ জনকে পাঠদান করাচ্ছেন সহকারী শিক্ষিকা সুমী,৮মশ্রেনীতে উপস্থিতি ৫ জন,৯ম ও দশম শ্রেণির কক্ষ গুলো খালি রুমে ফ্যান চলছে, নেই কোন ছাত্র ছাত্রী। এদিকে বেলা সাড়ে ১১ টায় প্রধান শিক্ষকের রুমে ঝুলছে তালা,স্কুলে উপস্থিত নেই তিনি।
এব্যাপারে কথা হয় সহকারী প্রধান শিক্ষক নুরুল বিএসসির সাথে SF tv ‘র প্রতিনিধির তিনি জানান,গত ২৮ এপ্রিল রবিবার সকালে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষার্থী,অভিভাবকগণ ও এলাকাবাসী, এসময় তারা প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন।
এরপর থেকেই স্কুলে ১৪০ জন ভোটার থাকা সত্যেও ছাত্র ছাত্রী উপস্থিতি নেই বললেই চলে। এজন্য দ্রুত এসব কিছুর সমাধান দরকার।
সহকারী শিক্ষক মুনসুর জানান, মানববন্ধন করার পরথেকেই ছাত্র ছাত্রী উপস্থিতি কমে গেছে।
অভিভাবক সদস্য মুঞ্জুরুল মুর্শেদ জানান,বিভিন্ন অপকর্মের জন্য ছাত্র ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করা হয়েছে,যতক্ষণ না প্রধান শিক্ষকের অপসারণ হচ্ছে কোন অভিভাবক তাদের ছাত্র ছাত্রীকে স্কুলে পাঠাচ্ছে না,আর যে কয়েকজন স্কুলে উপস্থিত হয়েছে তারা সবাই চতুর্থ শ্রেণির কর্মচারী ও শিক্ষক প্রতিনিধি সন্তান।

এদিকে স্কুল টাইমে প্রধান শিক্ষকের রুমে কেন তালা ঝুলছে জানতে,অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কফিল উদ্দিন বিএসসি’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,”আমি এবং আমার ছাত্র ছাত্রীকে কমিটির লোকজন ভয়ভীতি দেখাচ্ছে, এজন্য আমি মামলার প্রস্তুতি নিচ্ছি এবং প্রতিষ্ঠানের কাজেই আমি বাহিরে আছি”।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31