কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের নাফনদী পেরিয়ে শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে ফের অস্ত্র সহ বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)'র ৮৮ সদস্য।
এদের মধ্যে ৩ জন সিনিয়র অফিসার রয়েছে বলে জানাগেছে। অনুপ্রবেশের সাথে সাথে টেকনাফ কোস্টগার্ড স্টেশানের সদস্যরা বিজিপি দের কে নিরস্ত্র করে তাদের হেজাফতে নেয় । রবিবার (৫ মে) ভোরে ৩টি কাঠের ট্রলার যোগে সীমান্তে অনুপ্রবেশের সময় কোস্টগার্ড তাদের আটক করেন । পরে তাদের প্রয়োজনিয় পরিচয় শনাক্ত শেষে কোস্টগার্ড সদস্যদের কড়া পাহাড়ায় দুই টি পায়রা বাস ও একটি নোহা গাড়ি যোগে সন্ধায় হ্নীলা উচ্চ বিদ্যালয়ে আনা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন। বিজিপি অনুপ্রবেশের বিষয় নিয়ে কোস্টগার্ডের কোন দায়িত্বশীল কর্মকর্তা কথা বলতে রাজি হননি। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এদের নিরস্ত্রীকরণ করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিজিবিও এই বিষয়ে কোন বক্তব্য দেয়নি।উল্লেখ গত শনিবারেও টেকনাফ সীমান্তের নাজির পাড়া, আছার বনিয়া হইতে আরো ৪০ জন বিজিপি সদস্য অনুপ্রবেশ করেন। তাদেন কেও বর্তমানে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। এ পর্যন্ত দুই দিনে মোট ১২৮ জন বিজিপি সদস্য হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।