৪ মে শনিবার সকালে মোটরসাইকেল প্রার্থী রানা ওসমান রানাকে পূর্ন সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন আনারস প্রতীকের মোঃ জাহাঙ্গীর আলম।
এতে করে মোটরসাইকেল প্রতীকের রানা আমির ওসমান রানা আরেক ধাপ এগিয়ে গেলেন।প্রার্থীতা প্রত্যাহারের পর থেকে মাগুরা শহরের সকল প্রান্তে শুধু এ আলোচনাই সকলের মুখে মুখে। এ ব্যপারে জাহাঙ্গীর আলম বলেন,"রানা আমির ওসমান সব সময় দলের সুখে দুখে আমাদের পাশে ছিলেন। তিনি এক সময়ের মাগুরা জেলা ছাত্রলীগের সম্পাদক এবং বর্তমান মাগুরা জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এবং একজন ক্লীন ইমেজের নেতা,তাই তার সম্মানার্থে স্ব-ইচ্ছায় আমার এই প্রার্থীতা প্রতঢ়াহার।মোটরসাইকেলর প্রর্থী রানা আমির ওসমান রানা বলেন দীর্ঘ দিন ধরে মাগুরার জনগণ ভয়ে মুখ খুলতে পারতো না আজ সময় এসেছে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাকে মোটরসাইকেলে ভোট দিবেন। আমি আপনাদের সন্ত্রাস মুক্ত পরিচ্ছন্ন মাগুরা উপহার দিবো।