
ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা প্রতিনিধি : “মেসার্স সহিদ ফিড মিল” এর শুভ উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি (কুমিল্লা ০৭)
কুমিল্লা জেলায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের যুগ পুকুরিয়া গ্রামে বিশ্ব বিখ্যাত জার্মানীর আবিলা থেকে প্রাপ্ত ডিজাইন ও ড্রইং এ বাংলাদেশে প্রস্তুতকৃত ফিড মেশিনারীজ দিয়ে ফিড উৎপাদনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো “মেসার্স সহিদ ফিড মিল” ফার্মারস ফিডের। আনুষ্ঠানিক ভাবে অত্র ফিড মিলের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি(কুমিল্লা ০৭)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জনাব জাবের মোঃ সোয়াইব,উপজেলা নির্বাহী অফিসার, চান্দিনা-সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনের পর চলমান উৎপাদন প্রক্রিয়া দেখে সহিদ ফিড মিলের প্রোপাইটর জনাব মোঃ শহিদুল ইসলাম সহ অত্র এলাকার প্রায় দুই শতাধিক খামারী সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও “মেসার্স সহিদ ফিড মিল”এর পরিচালক মামুনুর রশীদ বলেন–এ ফিড মিলটি পরিচালনার জন্য আমরা সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। উক্ত অনুষ্ঠানটি মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।










