
বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা শাখার উদ্যোগে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হাইওয়ে পিকনিক স্পট এর অডিটোরিয়ামে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন করা হয়েছে।
৩ মে সকাল ১১ টায় উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ, কালিয়াকৈর থানার পুলিশ প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভা পরিচালনা করেন বাংলাদেশ প্রেস ক্লাবের গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি ও কালিয়াকৈর শাখার প্রতিষ্ঠাতা, সাংবাদিক নাজিমউদ্দিন। অনুষ্ঠানে শুরুতেই আশেক মোরশেদ সুজনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উপস্থিত সকল সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন সাংবাদিক নাজিমুদ্দিন। পরিচয় পর্ব শেষে বিশ্বমুক্ত গন মাধ্যম দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। গাজীপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি, মেজবাহ উদ্দিন সরকার, গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে আলোচনা করেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামাল উদ্দিন চৌধুরী, কালিয়াকৈর থানার এস আই মাসুদ রানা, উপজেলার সভাপতি আশেক মোর্শেদ সুজন, সাধারণ সম্পাদক পলাশ পাল, দুলাল হোসেন দোলন, ফরহাদ হোসেন, বিউটি আক্তার,বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা শাখার যুব ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী আহসানুল হাবীব প্রমুখ।










