তীব্র দাবদাহের মধ্যে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাত থেকে থেমে থেমে বৃষ্টি হয় নগরীর বিভিন্ন জায়গায় ও উপজেলাগুলোতে।
বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে নগরীর বিভিন্ন এলাকায় একপশলা বৃষ্টি হয়। এতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন নগরবাসী। যদিও বৃষ্টি থেমে যাওয়ার পরপরই রোদের তীব্রতা বেড়ে যায়। এ সময় তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বিকাল ৪টার দিকে নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস সূত্র জানায়, আবহাওয়ার বৃহস্পতিবারের পূর্বাভাসেও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুল বাকের বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায়ও থেমে থেমে হালকা ও মাঝামাঝি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে