
আজ বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপের হিজলা উপজেলার প্রার্থীগনের, কে কোন প্রতীক পেয়েছে ঘোষনা করলেন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক মনদিপ গড়াই ৷চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে, দেলোয়ার হোসেন ফারুক ঢালী পেলেন আনারস, সুলতান মাহমুদ টিপু সিকদার পেলেন মটর সাইকেল, সার্জেন্ট হাফিজ মাহমুদ, হেলিকাপ্টার, নজরুল ইসলাম রাজু, চিংড়িমাছ, আলতাব মাহমুদ দিপু পেলেন ঘোড়া ৷বাইস চেয়ারম্যান প্রার্থীরা পেলেন ৷ ফারুকুল ইসলাম সরদার, টিয়া পাখী ৷ কাজী কামরুজ্জামান সাইলু , টিউবওয়েল ৷ লোকমান হোসাইন, বই ৷ সোলাইমান শান্ত, তালা ৷ সাইদুল ইসলাম মাহিম পেলেন, চশমা ৷মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাত্র দুইজন ৷ নাজমা বেগম, ফুটবল ৷ সেলিনা ইসলাম তুহিন পেলেন, কলস ৷এসময় উপস্থিত ছিলেন, হিজলা চেয়ারম্যান, বাইস চেয়ারম্যান, মহিলা বাইস চেয়ারম্যানরা, এবং হিজলা উপজেলার নির্বাহী অফিসার জনাব জাহাঙ্গীর আলম, প্রশাসনের কর্মকর্তা, ও দেশের বড় বড় টিভি চ্যানেল, পত্রিকা, ইলেকটনিক্স মিডিয়া, প্রিন্ট, অনলাইন, পত্রিকার সাংবাদিক বৃন্দরা ৷