
তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, তীব্র তাপদেহে সারাদেশের মানুষ যখন পুড়ছে এরই মাঝে অসহায় দরিদ্র খেটে খাওয়া তৃষ্ণার্থ মানুষদের বিভিন্নভাবে পাশে দাঁড়াচ্ছে সমাজের মানবিক মানুষেরা।
এরই ধারাবাহিকতায় আজ সকাল ১১ টায় খুলনা নগরীর খালিশপুরের গোয়ালখালী বাসস্ট্যান্ড মোরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল এর পক্ষ থেকে অসহায় সুবিধা বঞ্চিত খেটে খাওয়া তৃষ্ণার্ত মানুষদের মাঝে তরমুজ, খাবার পানি, স্যালাইন ও জুস, বিতরণ করেছে খালিশপুর থানা যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন
খুলনা মহানগর যুবলীগ এর সভাপতি
শফিকুর রহমান পালাশ,
খুলনা মহানগর যুবলীগ এর
সাধারণ -সম্পাদক,
শেখ শাহজালাল হোসেন সুজন।
খালিশপুর থানা ছাত্রলীগের সভাপতি ও খুলনা মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য
(মোঃ রাশেদুল ইসলাম), খালিশপুর থানার যুবলীগ নেতা (বিপ্লব ধর তত্তি),
ও
খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও খালিশপুর থানা যুবলীগ নেতা, (এম.রশিদ আহম্মেদ মীম) সহ উপস্থিত ছিলেন খালিশপুর থানা ও তার অধিনা ধিন বিভিন্ন ওয়ার্ডের যুবলীগ ও ছাত্রলীগের নেতা ও কর্মীবৃন্দ।










