
মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এবং কৃষি,দর্জি,নির্মান শ্রমিকদের
নিয়ে এক র্যালি অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়- পহেলা মে মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহ শহরস্থ পাগলাকানাই মোড় থেকে
ঝিনাইদহ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ড. মনোয়ার হোসেন ও সেক্রেটারি মাওলানা ফারুক হুসাইনের নেতৃত্বে ঝিনাইদহ জেলার বিভিন্ন শ্রেনীর শ্রমজীবী মেহনতী মানুষের একটি র্যালি বের হয়।র্যালিতে অংশ নেন -বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন,ঝিনাইদহ, সদর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়ন সহ নির্মান,কৃষি ইত্যাদি বিষয়ক সংগঠনের বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও নেতৃবৃন্দ। উক্ত র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর এর সভাপতি ড. মনোয়ার হোসেন বলেন দেশের অগ্রগতির মূল কারিগর শ্রমিক,কিন্তু তারাই আজ মানবেতর জীবন যাপন করছে। দ্রব্যমূল্যের এই চরম উর্ধগতিতে শ্রমিক সমাজ চরমভাবে বিপর্যস্ত।
তাই শ্রমিকের ন্যায্য মজুরি আজ সময়ের দাবি। তিনি আরো বলেন শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই।যা মহানবী (স.) ১৪৫০ বছর আগেই বাস্তবায়ন করে গেছেন।ইসলামের বিজয়ের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য চাওয়া পূরন হবে এবং শ্রমিকরা তাদের প্রাপ্য সম্মান ও অধিকার ফিরে পাবে।
শ্রমিকদের যথার্থ মজুরী বাস্তবায়নের জন্য তিনি সরকারের কাছে জোর দাবি উপস্থাপন করেন।










