"সর্বজনীন পেনসন স্কিমে অংশ গ্রহন করুন আপনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেলে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকার ঘোষিত সর্বজনীন পেনসন স্কিম উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
মহাম্মদপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারী সহ উপজেলার সকল শ্রেণির জনসাধারণ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন "আমরা কোন কোম্পানি বা এনজিও থেকে আসিনি আমরা এসেছি খোদ সরকার থেকে কাজেই আমাদের উপর আপনারা ১০০% বিশ্বাস রাখতে পারেন।মনে রাখবেন, এমন এক সময় আসবে যখন সরকার এই পেনসন স্কিমকে বাধ্যতামূলক করবে।তখন অনেকই হতাশ হবেন।" সবশেষে নতুন পেনসন স্কিম হোল্ডারদের হাতে আইডি কার্ড তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।