
বরিশালে তীব্র তাপদাহে সাধারণ জনগনের পাশে সোস্যাল মার্কেটিং কোম্পানি। বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় যাত্রি , শ্রমিক ও সাধারন পথচারিদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। ২৯ শে এপ্রিল সোমবার দুপুর ১২ ঘটিকা থেকে সোস্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) বরিশাল অফিসের উদ্যাগে এই আয়োজন করা হয়। উক্ত কার্যক্রম সম্পর্কে বরিশাল এরিয়ার সেলস অফিসার নাসির উদ্দীন বলেন, বরিশালে তীব্র তাপদাহের কারনে পথচারি, শ্রমিক ও যাত্রীদের পাশে এসএমসি।শুধু বরিশালে নয় সারা দেশে জনগনের সেবায় নিয়োজিত রয়েছে আমাদের কোম্পানি,যতদিন এই গ্রীষ্মের তাপদাহ থাকবে ততদিন কার্যক্রম অব্যাহত থাকবে।
চল্লিশ বছরের অটো রিক্সা চালক আবুল মিয়া বলেন, এই তীব্র তাপদাহে বিশুদ্ধ খাবার পানির সাথে স্যালাইন, আমাদের মত খেটে খাওয়া মানুষের কাছে যেন মধুর মত।এই কার্যক্রমকে ধন্যবাদ জানাই।










