
আজ ৩০ এপ্রিল ২০২৪ মঙ্গলবার বরিশাল র ্যাব ৮ এর সিইও লে: কর্নেল কাজী যুবায়ের আলম শোভন পিএস সি এর নেতৃত্বে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল বিশেষ অভিযান পরিচালিত হয় এতে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার ও অন্যান্য সহ মোট ২৫ জন দালাল আটক করে র ্যাব ৮ এর বরিশাল প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়,র ্যাব ৮ এর সিইও লে: কর্নেল কাজী যুবায়ের আলম পিএসসি তার ব্রিফিং এ জানান হাসপাতালে সয়ংক্রিয় প্যাথলজী থাকা সত্বেও ডায়াগনস্টিক এর দালাল রা দীর্ঘ দিন যাবত হাসপাতালে আগত রোগীদের বিভিন্ন কৌশলে তাদের নির্ধারিত ল্যাবে নিয়া চড়া রেটে পরীক্ষা নিরীক্ষা করাতেন,রোগীরা আগ্রহী না থাকলেও ডাক্তাররা ল্যাবের টেষ্ট ছাড়া রিপোর্ট দেখেন না বলে টেষ্ট করাতে বাধ্য করতেন।গ্রেফতারকৃতদের মধ্যে কিছু আছে যারা রোগীর টাকা পয়সা স্বর্নালংকার, মোবাইল ফোন সহ রোগীর সর্বস্ব কেড়ে নিতেন তাই রোগীদের নিরাপওা ও উন্নত চিকিৎসা প্রদানের লক্ষে তাদের এই অভিযান। এ সময় হাসপাতালের পরিচালক ডা:এস এম সাইফুল ইসলাম ও ডা: সুদীপ হালদার উপস্থিত ছিলেন।এর আগেও র ্যাবের অভিযানে বরিশালের বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু রোগী ধরা দালাল গ্রেফতার করা হয়েছে, তিনি বলেন তাদের এই অভিযান বরিশালের বিভিন্ন জায়গায় চলমান থাকবে।শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতার কৃতদের থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে।