তৌহিদ রিপোর্টার মাগুরা: মাগুরায় পুলিশের পক্ষ থেকে ৪১° সেঃ তাপমাত্রায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালইন বিতরণ।
তীব্র দাবদাহ থেকে তৃষ্ণার্ত মানুষকে স্বস্তি দিতে মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা এর দিক নির্দেশনায় মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে মাগুরা শহরের চৌরঙ্গী ও ভায়না মোড়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এসব বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ।পুলিশের সদস্যগণ রিকশাচালক, ভ্যান চালক, অটো ড্রাইভার, বাস ড্রাইভার, হেলপার, পথচারি ও সাধারণ যাত্রীসহ প্রান্তিক মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।
এ সময় পুলিশ পরিদর্শক ডিআইও-১ (ডিএসবি) মো: আজিজুর রহমান, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী রাসেল, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা মোঃ রাশেদুল আলম, মাগুরা ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ কাওসার উদ্দিন, গোলাম মওলা সহ জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তীব্র এই গরমে মাগুরাতে প্রতিদিনই কোন না কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ সাধারণ মানুষের মনে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। ভ্যন চালক,রিকশা চালক,অটো ড্রাইভার,পথচারী সবাই চাচ্ছে এ জাতীয় কর্মকান্ড অব্যহত থাকুক।