
মো:জাহিদুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলা কুপতলা ইউনিয়ন স্কুলের বাজার টাকা ধার নেওয়া কে কেন্দ্র করে। পূর্ব শত্রুতার যের ধরে ছুরির আঘাত করেন,
ও বসতবাড়ি অনাধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশে মশিউর রহমান নামে এক যুবক কে ছুরির আঘাত করার ঘটনা ঘটে । এ সময় ফাতেমা বেগম এক গৃহবধূ বাধা দিতে গেলে তাকেও মারধর করে, ২৯ এপ্রিল সোমবার বিকালে এ ঘটনা ঘটে। জীবনের নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা দোষীদের দৃষ্টান্তমূলক দাবি করেন,ও প্রশাসনের কাছে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ও এলাকাবাসী আরো বলেন দোষীরা নানা কায়দায় মানুষকে লাঞ্ছিত অপমানিত করে বলে জানান এলাকাবাসী এবং দোষীরা মাদক ব্যবসায়ী তারা রাতের আঁধারে মাদক ব্যবসা করে বলে যানা যায় দোষীরা হলেন, মফিজুল পাগলা আরিফ, শরিফ, লাঠি দিয়ে এলোভাতারি ভাবে মারে, মশিউরের ফ্যামিলিকে আহত করে এখন তারা গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।










