
মো:জাহিদুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সাদুল্লাপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্য কৃষকদের মাঝে আউশ পেঁয়াজের সার বীজ বিতরণ করা হয়েছে।
29 এপ্রিল রোজ সোমবার বিকেল ৪ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বাংলাদেশ সরকারের ২০২৩ -২৪ অর্থবছরে খরিপ১/২০২৩ -২৪ মৌসুমী কৃষি প্রণোদনা আাওতায় ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য আউশএবং পিয়াজের সারও বীজ বিতারণ কার্যক্রম উদ্বোধন করা হয়। বীজ সার উদ্বোধন করেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিউল আলম, উক্ত অনুষ্ঠানে উপজেলা অতিরিক্ত কৃষিবিদ মাহবুব আলম বসুনিয়া উপজেলা,উপ সহকারি উদ্ভিদ সংরখন অফিসার আব্দুর রউফ সহ বিভিন্ন ইউনিয়নের ব্লক সমূহের উপ সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দও উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক কৃষানী এ সময় উপস্থিত ছিলেন।










