
পিরোজপুর কাউখালী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিযোগিতা করছেন জাতীয় পার্টি (জেপি) এর আনোয়ার হোসেন মঞ্জুর মনোনীত প্রার্থী, সীমা আক্তার। পিরোজপুর -২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু হেরে গেলেও দলের ভাবমূর্তি এবং কর্মীদের মাঠ পর্যায়ে সুসংগঠিত রাখতে তৃনমূল থেকে উপজেলা পর্যায়ে কর্মিদের মনোবল তৈরিতে,আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে কাউখালী উপজেলায় পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্তে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতার জন্য মাঠ পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তন্মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সীমা আক্তার- সাধারণ সম্পাদক,জাতীয় মহিলা পার্টি (জেপি) কাউখালী। সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী দলীয় সমর্থিত জনবল নিয়ে মাঠ পর্যায়ে ভোট অধিকার গ্রহণে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়াও মহিলা ভাইস ম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে ফাতেমা ইয়াসমিন পপি (স্বতন্ত্র প্রার্থী) তিনিও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আলোচনা সমালোচনার মধ্য দিয়ে ভোটারদের মন রক্ষার্থে সকল প্রকার সেবা প্রদানে সুখে:-দুখে:পাশে থাকার আশ্বাস দিচ্ছেন সীমা আক্তার।










