মো:জাহিদুল ইসলাম প্রতিনিধি গাইবান্ধা: এখন গাইবান্ধায় মিনি জাফলং নামে পরিচিত।
গাইবান্ধা সদর থেকে কয়েক কিলোমিটার দূরে ৯ নং খোলাহাটি ইউনিয়ন ভেড়ামারা ব্রিজের নিচে মিনি জাফলং নামে পরিচিত পায়। সেখানে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরতে আসেন মিনি জাফলং দেখতে স্থানীয় সূত্রে জানা যায় ভেড়ামারা বিরিজের উপর দিয়ে রেল লাইনের রাস্তা নির্মাণ হয় কিছুদিন আগে সেখানে রেল যাওয়ার সময় অনেক ঝুঁকিপূর্ণ হয় সেজন্য রেলওয়ের কর্মকর্তা ব্রিজের নিচে ঝুঁকিপূর্ণ কমানোর জন্য পাথর পেলানো হয়। যাতে করে ব্রিজে কোন ঝকিপূর্ণ না হয়, কিন্তু ব্রিজের নিচে থাকা পাথরগুলো চকচকে জ্বলছে ওব্রহ্মপুত্র তিস্তা নদীর স্রোতে ভেসে যাচ্ছে পানি,এদিকে স্থানীয়রা বলেন আমাদের গাইবান্ধায় ভেড়ামারা ব্রিজের নিচে জাফলং দৃশ্য দেখতে পাই, ভেবে নেই যে আমাদের মিনি জাফলং কেউ কেউ বলেন রোমান্টিক জাফলং প্রতিদিন হাজারো মানুষের ভিড় জমে যায় বিকেলের সময়। ৯ নং খোলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ হক্কানী বলেন, আমি গর্বিত আমাদের ইউনিয়নে মিনি জাফলং হয়েছে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা করে দেবেন দর্শনাদির জন্য,ও তাপদাহের কারণে মিনি জাফলং স্বস্তি পাওয়ার জন্য তারা কয়েক উপজেলার বিভিন্ন ধরনের মানুষ ছুটে আসেন ছোট বড় সবাই, মিনি জাফলং দেখার জন্য দর্শনার্থী বলেন সিলেটে আমাদের আর জাফলং দেখতে যেতে হবে না আমাদের গাইবান্ধায় জাফলং এর দৃশ্য দেখতে পাই এবং সাদা সাদা পাথরগুলো হুবাহুব সিলেটের পাথরের মত আমরা গর্বিত গাইবান্ধার মানুষ।