জামালপুরে প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত।অনাবৃষ্টি আর আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল।
তাপের প্রকোপ থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করা হয়। জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি প্রার্থনা করে ইসতিসকার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে বারো টার দিকে কলেজ মাঠে এ বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। নামাজে সরকারি আশেক মাহমুদ কলেজর অধ্যক্ষ, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় শতশত মুসল্লি অংশগ্রহণ করেন।ইসতিসকার নামাজ ও দোয়া পরিচালনা করেন সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের ইমাম মুফতি মোঃ জাকারিয়া হাসান।