
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসভার খঞ্জনদিয়ার ৬নং ওয়ার্ড প্রগতি ক্লাব সংলগ্ন বিসিক রোডে সাবেক সাংবাদিক মোঃ তারেক রহমানে অফিসের সামনে শাহজাদপুর উপজেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত শাহজাদপুর পৌর এলাকার তীব্র ও প্রচন্ড গরমে পিপাসার্ত জনসাধারণের মাঝে তিনদিন ব্যাপী শরবত বিতরন শুরু করা হয়েছে।উক্ত শরবত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ তারেক রহমান শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃএসএফ টিভি ও জাতীয় দৈনিক বিকাল বার্তা, শাহজাদপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সাথী তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিনা বেগম সহ মহিলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক জনাব ডাক্তার আমির হোসেন বকুল, সহ প্রচার সম্পাদক জনাব মো: রোকন আলী, সহ অন্যান্য নেতৃবৃন্দ।পিপাসার্ত জনসাধারণ সরবত পান করে বলেন শাহজাদপুরে ৪২ ডিগ্রি তাপমাত্রা মধ্যেও আমরা দিনমুজুর আমাদের কাজ করতে হচ্ছে, প্রচণ্ড গরমে আমরা খূবই পিপাসার্ত। সাবেক এমপি কবিতা ম্যাডামের এই সরবত বিতরনের উদ্দোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি।