চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচ নং গাংনী ইউনিয়নের আসমানখালী প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আওয়ামী লীগের ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে শনিবার ২৭ এ এপ্রিল বিকেল পাঁচটার সময় দলীয় নেতাকর্মীদের সাথে আসন্ন আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে উপজেলা চেয়ারম্যান পদো প্রার্থী কে এম মঞ্জুরুল ইসলাম কে নিয়ে মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় স্মার্ট উপজেলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দলীয় নেতাকর্মীরা উপবদ্ধ হয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মঞ্জুরুল ইসলাম কে চেয়ারম্যান হিসাবে সবাই দেখতে চাই।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার,গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মুন্সী,সাবেক চেয়ারম্যান আবু তাহের সহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।