
খুলনার খালিশপুরের বিভিন্ন স্থানে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে রিকশাচালক, ভ্যান গাড়ি চালক ও অটোচালকদের মধ্যে ছাতা, টুপি ও খাবার পানীয় স্যালাইন বিতরণ।

যে কোনো দুর্যোগে মানুষই দাঁড়ায় মানুষের পাশে এবারও চলমান তাপদাহের দুঃসহ পরিস্থিতিতে তৈরি হচ্ছে মানবিকতার উদাহরণ পথ চলতি মানুষের তৃষ্ণা মেটাতে খালিশপুর ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ছাতা, খাবার ও পানির ব্যবস্থা করেছে ।
সকাল থেকে খালিশপুরে প্রচন্ড তাপদাহের মধ্যে তৃষ্ণা মেটাতে রিক্সা চালক, অটোচালক ও পথচারীদের হাতে তুলে দেয়া হচ্ছে ছাতা, ঠান্ডা পানি কিংবা কোমল পানীয়, খাবার স্যালাইন মাথার ক্যাপ বিতরণের পাশাপাশি দিয়ে পথিকের প্রাণ জুড়াচ্ছেন।
এসময় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন (এমপি) উপস্থিত থেকে খালিশপুরের ব্যস্ত পয়েন্টগুলোতে প্রচন্ড তাপদাহের মধ্যে তৃষ্ণার্ত-শ্রমজীবী মানুষের হাতে তুলে দেয়া হয় ঠান্ডা পানি, ছাতা ও কোমল পানীয়।সংসদ সদস্য বলেন ছোট ছোট এই উদ্যোগগুলো দেশজুড়ে ছড়িয়ে পড়া দরকার। তাপদাহের এই সময়ে সামর্থ্যবানরা খাবার পানি, স্যালাইন কিংবা গ্লুকোজ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানাই।উপস্থিত ছিলেন কেসিসি প্যানেল মেয়র-২ খোরশেদ আহমেদ টোনা, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ আহম্মেদ মনি, সাধারণ সম্পাদক জিয়াউল আলম খোকন, ও সাবেক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু।










