পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃ*ত্যু
Spread the love

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম ডাকু (২১) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার শুক্রবার (২৬ এপ্রিল) ভোর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে বিজিবি তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি ব্যাটালিয়ন) ঝালাঙ্গী  বিজিবি ক্যাম্পের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আবুল কালাম শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার মৃত অপির উদ্দিনের ছেলে। বিজিবি, পুলিশ ও নিহতের পরিবারের কাছ থেকে জানতে পারি , বৃহস্পতিবার রাত ১১টায় বাসা থেকে বেড় হয়ে কয়েকজন গরু ব্যবসায়ী সহ শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের ওপারে ভারতীয় ১০০ গজ অভ্যন্তরের ভিতরে গরু চোরাচালান করে আনতে যান এমন সময় ফেরার পথে আনুমানিক ভোর ৪ টায় বিএসএফের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে আবুল কালাম ডাকু গুরুতর আহত হলে সঙ্গীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসেন, এরপর তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাংগী ক্যাম্পের ইনচার্জ নায়েব সুবেদার নুরুল আমিন বলেন, ‘বিএসএফের গুলিতে আবুল কালাম ডাকু নামে একজন যুবক নিহত হয়েছেন।থানা পুলিশ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।এ ঘটনায় বিজিবির পক্ষ প্রতিবাদপত্র পাঠিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে বলেও তিনি জানান। নিহতের মা মমতা বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে। কী অপরাধের জন্য বিএসএফ তাকে গুলি করে হত্যা করলো জানি না। আমি এই হত্যার বিচার চাই।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি আবু সাইদ বলেন,  সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবক আবুল কালাম ডাকুকে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসলে সেখানকার কর্মরতচিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন, পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য লাশ লালমনিরহাট  মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হবে বলেও তিনি জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31