
পিরোজপুর কাউখালী উপজেলায় বিভিন্ন স্থানে ফলের বাগান ও উদ্যোক্তাদের পরিদর্শন করলেন,আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রতিনিধি দল ও প্রজেক্ট (এসএসিপি)ইফাদ মিশন টিম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
অদ্য ২৬ এপ্রিল (শুক্রবার)সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত, সদর ইউনিয়নের গান্ডতা গ্রামের মোঃমীর জিয়াউর রহমানের মাল্টা বাগান, মোঃ ফরিদ হোসেনের আমের বাগান এবং সুমাইয়া আক্তারের ড্রাগন বাগান পরিদর্শন করেন, অতঃপর নাংঙ্গুলি গ্রামে একটি বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান ও ভার্মি কম্পোস্ট তৈরি প্ররিদর্শন শেষে নাঙ্গুলী গ্রামে অবস্থিত কৃষি উদ্যোক্তা ফরিদের সুপারি খোল দ্বারা বানানো “প্লেট কারখানা”পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইফাদ মিশন লিডার ডন গ্রীন বার্গ, জেলা কৃষি উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, এসএসিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ হামিদুর রহমান ও ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন, ইফাদের প্রোগ্রাম ম্যানেজার রিলা কার্ক, ইফাদের প্রাইভেট সেক্টর ফারিয়া তাসিন,উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস,বিদেশি পর্যবেক্ষক সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোট ১২ জন সদস্য ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।
উপস্থিত মিশনের কর্মকর্তা বৃন্দ মত বিনিময় কালে বলেন, পিরোজপুর জেলায় আবহাওয়া ও মাটির উর্বরতা খুবই ফলপ্রসু, তিনি প্রদর্শনী সকলের প্রশংসা করেন, কৃষক ও উদ্যোক্তাগন উন্নত প্রশিক্ষণ দ্বারা বৃক্ষ ও সবজি বাগান উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতায় বাস্তবায়ন এবং প্রদর্শনী করতে পারেন। আমরা আশাবাদী শীঘ্রই উদ্যোক্তা কৃষকের মাধ্যমে ফলজ,শস্য,বৃক্ষ সকল প্রকার খাবারের চাহিদা ও জ্বালানি সহ অক্সিজেনের শূন্যতা পূর্ণ করতে পারবো। এছাড়াও উদ্যোক্তাদের তৈরি পণ্য বিদেশে রপ্তানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।










